• শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

নরসিংদী সদর উপজেলা ডেকোরেটর দোকান শ্রমিক ইউনিয়ন এর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

খেলা মন-মানসিকতাকে সব সময় প্রফুল্ল রাখে। যুব সমাজকে নানা ধরণের অসামাজিক কার্যকলাপ হতে বিরত রাখতে সহায়তা করে। বিশেষ করে মাদকের ভয়ানক ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়।
যুব সমাজকে ভাল কাজে জড়িত রাখতে নরসিংদী সদর উপজেলা ডেকোরেটর দোকান শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খেলায় চারটি দলের ৩ টি ম্যাচের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। পলাশ উপজেলা, মাধবদী থানা, শিবপুর উপজেলা এবং নরসিংদী সদর উপজেলা টিম অংশ গ্রহণ করেন।
নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ফাইনাল খেলায় ৩ শুন্য গোলের ব্যবধানে নরসিংদী সদর বিজয়ী হয়।
২৩ মে শুক্রবার বিকালে কালেক্টরেট ঈদগাহে ফুটবল টুর্নামেন্ট-২৫ এর আয়োজন করা হয় ‘দুনিয়ার মজদুর এক হও- একতাই ঐক্যের মূল শক্তি’ শ্লোগান ধারণ করে খেলায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আওলাদ হোসেন মোল্লা, সহ-সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা ডেকোরেটর দোকান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. রব মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাতীদলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রধান, পাচদোনা ইউনিয়ন বিএনপি নেতা মো. মাসুদ আলাল, সদর শ্রমিক দলের সদস্য সচিব মো. সেলিম মিয়া, নরসিংদী জেলা মাইক লাইট মালিক সমিতির সভাপতি মো. মমিনুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক বিএম রাসেল, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সদস্য দীন ইসলাম, আবির ডেকোরেটর এর মালিক মো. মোস্তফা সরকার, আশার আলোর শেখ বজলুর রহমানসহ নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও মানব জমিনের জেলা প্রতিনিধি মো. বশির উদ্দিন মোল্লা আরো অনেকেই।
ধারাভাষ্যে ছিলেন জেলা ক্রীড়াসংস্থার সদস্য হাফিজ খান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd