• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

নিবন্ধ: নবীন কবির চোখে সাহিত্য জগৎ

সম্পাদক ও প্রকাশক / ৭ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

সাবিত রিজওয়ান

আপনারা নিশ্চয়ই ‘পায়রাভরত একাডেমি ‘ নামটি শুনেছেন। ‘উদীয়মান কবিদের জাগ্রত কলম’ যৌথগ্রন্থের সার্বিক ব্যবস্থাপনায় ছিল। এই বইটি প্রকাশ করেছে ইচ্ছাশক্তি প্রকাশনী। পায়রা বলতে পায়রাবন্দ, ভরত বলতে ভরতখালী-কে বুঝানো হয়েছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১০/ ০৭/২০২৩ ইং, এটির নাম চেঞ্জ করা হয় ০২/০৫/২০২৫ ইং। যা এখন ‘সময়ের ভাবনা’ নামটি ধারণ করে। আমাকে নিয়ে কেউ কেউ আলোচনা-সমালোচনা করেছিল/করে। তুফান যদি ভুল করে এটা আপনারা শুধরে দেবেন; তবে অহেতুক কিছু আমি পছন্দ করিনা। কারো ক্ষতি করে থাকলে ক্ষমা করবেন। আপনারাই আমার শিক্ষক। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি চাই সাহিত্য ভাণ্ডারে সময়ের ভাবনা রত্ন হিসাবে আখ্যায়িত হোক। কলম সৈনিকদের অনুপ্রেরণার নাম সময়ের ভাবনা। এখানে কোন অসাধু উপায়ে লেখা দিবেন না, একজন জ্ঞানী-গুণী কখনো অসাধুতা অবলম্বন করেন না! সেটা নবীন হোক কিংবা প্রবীণ। যাঁরা ইসলামিক বিষয়ে লিখতে চান, তাঁদের জন্য সময়ের ভাবনার ইসলামিক গুণশিখা বিভাগ রয়েছে। এখানে লিখুন, পড়ুন ও বিজ্ঞাপন দিন। মানবতা বজায় রাখবেন। প্রেম-বিপ্লবের কথা প্রকাশ করতে পারেন, কল্যাণময় লিখবেন। অপ্রকাশিত স্বরচিত লেখা পাঠাবেন। আমার জন্মনিবন্ধন ও শিক্ষা সার্টিফিকেটে নাম মোঃ রেজন মিয়া, কিন্তু এতদিন সাহিত্যের লেখকের স্থানে আমার নাম দিয়েছিলাম মোঃ আহসান কবির রিজওয়ান। কেউ ভালবেসে তুফান নামেও ডাকে। হয়তো আগের মত আমার আর লেখা হয়ে উঠছেনা, আশা আছে সময় পেলে লিখব, ভাবব। আমি এখনো নবীন লেখক। তবে যখন সাহিত্য জগতে প্রবেশ করি কয়েক মাস অন্যদের সাহিত্য সংগঠনে লেখা পাঠাইতাম কিন্তু তাঁরা আমার লেখা প্রকাশ করতে আগ্রহী ছিলনা। সাহিত্য ক্ষেত্রে আমি কখনো সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ী হতে পারিনি। আমিও তখন সাহিত্য সংগঠনের বিজয়ী সনদের পাগল ছিলাম, সেসময় আমার ফ্রেন্ড লিষ্টে থাকা কেউ অর্থাৎ তাঁরাও কবিতা লিখত! তাঁরা বলেছিল কবির পরিচয় সনদে।’ আসলে কি তাই? পাগলামি করাটা বুজি আমার ভুল ছিল। আমার সিনিয়ররা যদি এটির প্রতি আকর্ষিত থাকে, তাহলে তাঁদের কাছ থেকে আমি এটিই শিখলাম। আপনারা যদি লোভ করেন, আমরা আপনাদের কাছ থেকে কি শিখব? শিক্ষক ত শিক্ষকই, সেটা সিনিয়র হোক কিংবা জুনিয়র। ‘দৈনিক শব্দনগর’-এর একটি কবিতা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, সেখানে বলছিলাম ‘আপনারা আমাদের মত নবীন কবিদের অনুপ্রেরণা দিচ্ছেন না, আপনারা যাঁদের সাথে ঘনিষ্ঠ তাঁদেরকেই সনদ দিচ্ছেন! কবি ক্ষেত্রে আমাদেরও ত একটা পরিচয়ের দরকার। আবার কদিন পরে ওই দৈনিক শব্দনগরেই একটা কবিতা পোস্ট করি, পোস্টের কমেন্টে গ্রুপটার প্রতিষ্ঠাতা রিটন ভাই আমায় অপমান করে। সেই সময়ের কিছু কিছু কথা আমার মনে আছে। তিনি বলেছিলেন ‘খালি সনদ সনদ করিস, ভুলভাল লেখিস, তোর বয়স কত! ছোট মানুষ ছোট মানুষের মতই থাকবি। এ রকম করার কারণে তোকে গ্রুপ থেকে রিপোর্ট মেরে বের করে দিব।’ তাঁর সাথে আমি যতটুকু সময়ে কথা বলেছি, উনি সন্তোষ কথা বলেনি! মিশুকতা পাইনি। তাঁর সম্পর্কে অন্যরা সুনাম করতে পারে, আমার যতটুকু জানাছিল তাই ব্যক্ত করলাম। এখনো আমি সাহিত্য সম্পর্কে তেমন কিছু জানিনা। তখনো কিছু অহংকারী কবি ছিল, এখনো কিছু অহংকারী কবি রয়েছে। নবীনদের সাহিত্য সম্পর্কে কিছু বা বিস্তারিত অর্থাৎ যতটুকু সময় পাবে বা সময় করে নিয়ে কিছু শিখানো কর্তব্য, দায়িত্ব কি-না বলতে পারিনা! তাঁরা কর্তব্যই পালন করে না, বিরক্তবোধ করে। সহযোগিতা চাইলে তা পাওয়া যায় না। একে অপরকে সহযোগিতা করবে এটাই স্বাভাবিক। কেউ কেউ টাকার গরমে কবি বনে যাচ্ছে। ‘হাসান প্রকাশনী’র কাছে আমি এখনো টাকা পাই। কেউ ভূয়া সম্পাদক, প্রকাশক সেজে কবি-লেখকদের টাকা মেরে খাচ্ছে। যেমন- এস এম জাকারিয়া হোসেন (রাজু)। এই রাজু নাকি একজন কবিও। কুড়িগ্রামের রবিউল ইসলাম হৃদয়-কে আমার ভাল লাগেনা। রবিউলের বেশ কিছু কথা আমার মনকে আঘাত করছে অর্থাৎ করেছে। ওর সাথে আমার অভিমান রয়েছে। স্বৈরাচার আ.লীগ আমলে এই ছেলেটা ছাত্রলীগ করত। ছেলেটা এমনও আচরণ করত/করে যেন সে শ্রেষ্ঠ কবি আমি যেন তার কাছে চুনোপুঁটি। মোঃ মামুন হোসেনের কাছে আমার ৪৭০ টাকা পাওনা ছিল, দীর্ঘ দুই বছরপর তিনি টাকাটা শোধ করেছেন। উদীয়মান কবিদের জাগ্রত কলম বিষয়ে মোঃ সোহাগ মোল্লা (মঈনুল) অনুচিত কাজ করেছে। যেমন- উৎসর্গে মরহুম কবি আব্দুল গফুর ও মরহুম সুরত মোল্যা উল্লেখ করা। অতচ এখানে শুধু লেখা উচিত ছিল উৎসর্গ করছি বাবা-মাকে। প্রাক-কথনে ‘আমি, আমার’ শব্দ ব্যবহার করা, যেখানে ব্যবহার করা উচিত ছিল ‘আমাদের, আমরা’। প্রাক-কথনে নিজের পরিচয়ে অর্থাৎ নিচের তিনলাইনের মধ্যে পায়রাভরত একাডেমি নাম উল্লেখ ছিল না, অতচ তিনি পায়রাভরত একাডেমির সভাপতি/ছিলেন। উচিত ছিল দ্বিতীয় বা তৃতীয় লাইনে পায়রাভরত একাডেমি উল্লেখ করা। বইটিতে তাঁর তেরোটি কবিতা ছাপানোর কথা ছিল, কিন্তু ছাপানো হয়েছে সতেরোটি। আমার লেখক পরিচিতি পৃষ্ঠা চেক না দেওয়া, চেক দেওয়ার দায়িত্ব ছিল তাঁর। অর্থাৎ লাইনটি আমি দেখাচ্ছি। ‘২০২২ সাল থেকে মাত্র ২০ বছর বয়সেই সাহিত্যচর্চা শুরু অতচ এখানে উল্লেখ করা উচিত ছিল ২০২২ সাল থেকে মাত্র ১৫ বছর বয়সেই সাহিত্যচর্চা শুরু।’ পঞ্চাশ কপি বই ছাপানো হয়েছে, এতে আমার খরচ হয়েছে ছয় হাজার টাকা আর তাঁর খরচ হয়েছে তিন হাজার টাকা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd