✒ সাবিত রিজওয়ান
ইদানিং আমি মানসিক সমস্যায় ভুগছি। নিঃস্ব মনে হচ্ছে নিজেকে। দুশ্চিন্তায় বুজি পাগল হয়ে যাব। নিজের ভাইয়ের কাছেও আমি গুরুত্বহীন। আমার অনুভব হয় আমার পায়ে বাধানো আছে পরাধীনতার শিকল। আমাদের কোন বটগাছ নাই যার ছায়াতলে কখনো বসে শীতল হাওয়া উপভোগ করব। আমার মনে হচ্ছে আমি বেঁচে নেই। রক্তগুলো বরফের ন্যায় জমে যাওয়া অনুভব হয়, কখনো-বা অনুভব হয় আমি পুড়ে ছাই হয়ে গেছি! নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সবার কাছে আমি বোজার ন্যায়! নিজের প্রতি আমার ভরসাটাই হারিয়ে যাচ্ছে। আমার দ্বারা কি সম্ভব? ভাবতাম আমিও সমাজকে আলো এনে দিতে পারব, ভাবনাটাই আমার ভুল ছিল! প্রদীপে আলো না জ্বললে অন্ধকার কাটবে কিভাবে? আমরা এমন আলো খুঁজি, সোনা খুঁজতে গিয়ে হিরারে বলি কাঁচ। হ্যা আমার শিক্ষাপ্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নাই, তাই আপনারা আমায় ‘মূর্খ’ নামে আখ্যা করে আমার কথায় আজ কান নাও দিতে পারেন! আমি বাচালের মত বকবক করেই যাব একদিন এই বকবকানিগুলো খুঁটিয়ে দেখবেন, যদি ভাল না লাগে ডায়রীর পাতা থেকে বিদায় দিয়েন। খুব একা লাগছে, কোন কিছু ভাল লাগছে না। এটা অপূর্ণ জীবন, যেখানে সঠিক পরিমাণে কোন কিছু নাই। এই দুশ্চিন্তা শরীরে রোগ ডেকে আনে। বুকের মাঝে শত আর্তনাদ, কিন্তু কেন! কেউ কি জানতে চেয়েছেন? পরিবারের ভালবাসা থেকেও আমি মলিন হয়ে যাচ্ছি। কেউ কথা রাখতে পারেনা। অনেকেই বুঝতেই চায় না। মানুষ কেন বুঝেনা সবাই সব বিষয়ে দক্ষ না, বিশ্বাসের সাথে বলতে পারি আমিও কিছুতে দক্ষ ছিলাম! অনুপ্রেরণা নাই আর কেউ পাশে নাই বিধায় সেই দক্ষটিও হয়তো হারিয়ে ফেলতেছি। পরিবারে চলছে পারিবারিক অশান্তি কিন্তু এমনটি হচ্ছে কেন, খুঁটিতে দেখছেন? কখনো চোখের জলও অভিনয় করে, কখনো নিজেই নিজেকে বাধ্য করি মুখে হাসি ফোটাতে। খুব কষ্ট লাগে যখন একা হয়ে থাকি, স্বপ্নটিও স্বার্থপর! এভাবেই হয়তো আমার মত অনেকেই স্বপ্ন বুনাকে ঘৃণা করে। নাহ, ঘৃণা করিও না। যাদের মাথার উপর ছাদ আছে তারা সামান্য স্বপ্নটিকেও বিশাল আকার দিতে পারে, কিন্তু আমাদের জন্য স্বপ্নটিও ছলনাময়ী। ভাবছি দূরে কোথাও চলে গেলে কি ফিরতে পারব? বেজাতিকে অনুসরণ করতে আমরা নিজেদের স্বতন্ত্রসত্তা হারিয়ে ফেলতে বসেছি, অনুসরণ করা অপরাধ না কিন্তু আমরা এমন পরিমাণ অনুসরণ করতে বসি তাতে ভুলে যাই কে আমি/আমরা! বেজাতিদের দেখানো পথে আমরা যাবতীয় কাজ করে থাকি। স্বার্থ ছাড়া কেউ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেও দ্বিধাবোধ করে, বিপদে পড়লে কে আসবে আগে রক্ষা করতে? সমাজসেবাকে কেউ স্বপ্ন হিসাবে লালন করে না, সমাজকে চুষে ধন-সম্পদের পাহাড় গড়াকে মানুষ স্বপ্ন হিসাবে লালন করে।