• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

ময়মনসিংহে প্রবীণ কবি ও সংস্কৃতিজন বিনয় দেবনাথ-এর জন্মদিন পালন

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

গত ১৯ অক্টোবর (রবিবার) কবি ও সংস্কৃতিজন বিনয় দেবনাথ এর জন্মদিন অনুষ্ঠান বিকাল সাড়ে চারটায়
ময়মনসিংহ ন্যাশনাল পাবলিক কলেজ মিলনায়তনে
(১৬ কালীশঙ্কর গুহ রোড, লারিভ শোরুম সংলগ্ন, নতুন বাজার, ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়।

কবিকে কেন্দ্র করে আলোচনা, কবিতা পাঠ, কেক কাটা, মিষ্টিমুখ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করে ময়মনসিংহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ।
কবি ও অনুবাদক আলম মাহবুবের সভাপতিত্বে আলোচনা করেন এইচএসটিটিআই-এর সাবেক পরিচালক প্রফেসর কাবির উল হাসান, কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমান, বিশিষ্ট ছড়াকার সরকার জসীম, বিশিষ্ট ছড়াকার মোঃ তাছাদ্দুক হোসেন, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি কাজী আলমগীর, কবি ও সিনিয়র সাংবাদিক স্বাধীন চৌধুরী, কবি মোজাহিদুল ইসলাম নাজিম, কবি পঙ্কজ পাল, কবি প্রভাষক রোকনজ্জামান জুয়েল,কবি জালাল উদ্দীন আহমেদ,কবি সোমা ঘোষ মনিকা, কবি জুবায়েদ ইবনে সাঈদ, গীতিকার আফসানা আকতার,চিত্রশিল্পী মোহাম্মদ রাজন প্রমুখ।
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কবি বিনয় দেবনাথ।
বক্তারা বলেন, বিনয় দেবনাথ নিবেদিত কবি ও সংস্কৃতিজন। তিনি প্রবীণ হয়েও তারুণ্যকে জয় করেছেন। তরুণরা তার অধ্যাবসায় থেকে শিক্ষা নিতে পারেন।
বক্তারা কবির সুস্থতা ও সৃজনশীল দীর্ঘ জীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd