বিশ্ব কবি রবি ঠাকুর
বিশ্ব কবি রবি ঠাকুর,
বাবরি মাথার চুল।
ছড়া কবিতা গল্প নিয়ে
থাকেন কবি মশগুল।
মানুষের কথা সুখ দুঃখ,
লিখেন কবি গানে।
তাকার গানে ফুটে উঠে,
প্রতি কথার মানে।
খেয়াল খুশি ছিল না কবির,
নাওয়া খাওয়ার কথা।
হাসি কান্না দুঃখ বেদনা,
লিখে চলে কবি যথা।
জমিদার বংশে জন্ম কবি
করেনিতো অহংকার।
সাদা মাটা জীবন নিয়ে,
চলে কবি নির্বিকার।
বিশ্ব কবি রবি ঠাকুর,
বিশ্ব জোরা এক নাম।
ছড়া কবিতা গল্প গানে
রবির আজি কত দাম।
সাম্যের কবি নজরুল
সাম্যের কবি তুমি নজরুল,
ঝাকড়া মাথার চুল।
সাম্যের গান গাও তুমি,
নাই তো তোমার ভুল।
আসানসোল গ্রামে কবি,
করলে জন্ম গ্রহণ।
কম বয়সে পিতা মরেন,
দুঃখ করলে ধারণ।
রুটির দোকানে কাজ নিলে,
কবি এক টাকা বেতনে।
ময়দা ছানা রটি বানানো,
কাজ করো কবি যতনে।
দিনে বানায় রুটি কবি,
রাতে পড়ে বসে পুথি।
কাজ করে দিনে রাতে,
নাই তো কবির ছুটি।
ন্যায়ের পক্ষে কথা বলেন,
অন্যায়ে কবির প্রতিবাদ।
ধনি গরীব কৃষক শ্রমিক,
থাকবে সবার সাম্যবাদ।
অধিকার টা থাকবে সবার,
সমান ভাবে কথা বলার।
অন্যায় কে সায় না দিয়ে,
ন্যায়ের পক্ষে পথ চলা।
সাম্যের কবি নজরুল তুমি,
প্রেমিক কবি তুমি।
সাম্যের জয় হউক আজিকে,
আমার প্রিয় মাতৃভূমি।
নারী হলো স্বপ্ন সুখ
নারী আমার মা হলো,
নারী হলো নানাী।
নারী হলো ফুফু,
নারী হলো দাদী।
নারী হলো খালা মণি,
নারী হলো বোন।
নারী হলো সহধর্মিণী,
নারী জেঠি চাচাী।
নারী ছাড়া এই জগতে,
নাই কাহারো সুখ।
নারী হলো স্বপ্ন সুখ,
পায় না কেহ দুঃখ।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
বৈশাখ জ্যেষ্ঠ মাসে।
নীল আকাশে মেঘের,
ভেলা বেড়ায় ভেসে ভেসে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
ঘরের চালের উপর।
ঘরের বাহিরে যায় না যাওয়া,
লাগে দারুণ ফাপর।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
আম কাঁঠাল পাকে।
খাল বিলে ব্যাঙের বিয়ে,
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087