আবিদ হাসান , রামপাল, বাগেরহাট।।
শিশুরা আমাদের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের প্রতিচ্ছবি। তাই তাদের সুরক্ষায় নেওয়া প্রতিটি পদক্ষেপই একটি সুন্দর সমাজ গঠনের মূলভিত্তি।
Child Protection Initiative (CPI) প্রকল্পের আওতায়
Children Advisory Committee / Child Forum & Impact Plus Club, PFA 5, Rampal AP
এর গর্বিত উদ্যোগে পিপুলবুনিয়া গ্রামের ১০টি দোকানে পোস্টার লাগানো হয়েছে—যার মূল উদ্দেশ্য ১৮ বছরের নিচে কোনো শিশুর কাছে বিড়ি-সিগারেট বিক্রি বন্ধে সচেতনতা গড়ে তোলা।
এই উদ্যোগ শুধু একটি পোস্টার লাগানোর কর্মসূচি নয়, বরং এটি একটি আন্দোলন
“একটি শিশুকেও যেন না ছুঁতে পারে নেশার কালো ছায়া।”
আমরা দোকানদারদের পাশে দাঁড়িয়েছি, তাদের বোঝাতে চেয়েছি এই নিষেধাজ্ঞা শুধু আইন নয়, এটি নৈতিকতার ডাক।
এই উদ্যোগের মাধ্যমে একটি গ্রাম নয়, আমরা একটি প্রজন্ম রক্ষা করতে চাই।
শিশুরা শিখবে, গড়বে, এগিয়ে যাবে এটাই আমাদের স্বপ্ন।
চলুন, আমরা সবাই একসঙ্গে বলি
“শিশুদের কাছে বিড়ি, সিগারেট নয়, একটি নিরাপদ ভবিষ্যৎ হোক আমাদের অঙ্গীকার ।”
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫