• মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

সংলাপ বনাম রাষ্ট্র সংস্কার। দেশের সকল রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ। কাদের ইশতেহার বসবে হিসাব

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

অথই নূরুল আমিন

(প্রথম পর্ব )সত্যি সত্যি দেশের উন্নয়ন করতে চাইলে। দেশের সর্বস্তরের জনগণের মন জয় করতে চাইলে। এবং ক্ষমতা ছাড়ার পরেও জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে থাকতে হলে। দেশের জন প্রতিনিধিদের জনপ্রিয়তা মৃত্যুর পরেও ধরে রাখতে নিম্ন পদক্ষেপ গুলো বাস্তবায়ন করার জন‍্য দলীয় ইশতেহারে লিপিবদ্ধ করুন। কিভাবে এই অসাধ‍্য কাজ সাধন করবেন। প্রয়োজনে আমার সহযোগিতা নিবেন যেকোন নিবন্ধনকৃত রাজনৈতিক দল।

একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর মাত্র ৫% জনগণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়। আর বাকী সবাই ধীরে ধীরে জনরোষে ক্ষিপ্ত হতে থাকে। তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে জনপ্রিয়তা হারায়। এর বড়ো প্রমাণ বিগত সময়ে ক্ষমতায় এসেছিল যত দল। তারা সবাই দেশের জনগণের কাছে কমবেশি বিতর্কিত।

একটি রাজনৈতিক ক্ষমতায় এসেই। দেশের সবচেয়ে ধনী লোক গুলোর সাথে তারা চলাচল শুরু করেন। অথচ ভোট দিয়ে যান গরিবেরা। মধ‍্যবিত্তরাই বেশি। যুগের পর অসহায় লোকগুলো রাজনৈতিক দলের কাছে কিছু পায়নি। তাই ভোটার উপস্থিতি কমে আসছে দিন দিন। এখন ভোটার উপস্থিতি আছে মাত্র ২০% তাও সর্বোচ্চ এই গননা।

একটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার এমন হওয়া উচিৎ। এবং এমনভাবে কিছু পদক্ষেপ নেয়া উচিত। যা বিগত সরকারেরা কখনও নেয়নি। বা নিতে পারেনি। তাহলে দেশের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এই কথা বলবেন। এবং প্রশংসা করবেন। এখানে লক্ষ্য করে দেখেছি। কিছু দল বুদ্ধি খাটিয়ে ক্ষমতায় থাকতে চায়। আবার কিছু দল স্বৈরাচারী হয়ে উঠে ক্ষমতায় থাকার জন‍্য । যার পরিণতি হয় একসময় ভয়াবহ। তা কিন্তু বারবার প্রমাণিত।

নিম্নে কিছু ইশতেহার ঘোষণা করছি ( প্রথম পর্ব)

১. শিক্ষাব্যবস্থা : সর্বস্তরের শিক্ষাব্যবস্থা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি প্রয়োজনে মাষ্টার্স পর্যন্ত অবৈতনিক করা হবে। দেশের প্রায় সকল স্কুল কলেজে কারিগরি শিক্ষাসহ একই রকম শিক্ষাব্যবস্থা থাকবে। কেজি নার্সারি প্লে সহ শ্রেণি গুলো উঠিয়ে দেয়া হবে এবং কিন্ডারগার্ডেন পদ্ধতি বাতিল করা হবে। ধনাঢ‍্য পরিবারের সন্তানদের জন‍্য আলাদা কোনো বিদ‍্যালয় থাকবে না। তবে বিশেষ এলাকা বিবেচনা করে বিকল্প ব‍্যবস্থা করা হবে। তবে শিক্ষাব্যবস্থা সবার জন‍্য সবার থাকবে। বিশেষ ব‍্যবস্থার স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো অবৈতনিক থাকবে না। উল্লেখিত শিক্ষাব্যবস্থায় পাসের হার থাকবে ৪০%।
২. স্বাস্থ্য সেবা : সরকারি বেসরকারি ডাক্তার দেখানোর ফি থাকবে গরিবের জন‍্য ২০টাকা থেকে ৫০ টাকা। এবং ধনীদের জন‍্য ১০০ টাকা। সিট ভাড়া থাকবে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। আইসিউ খরচ আলাদা। সরকারি বেসরকারি সকল হাসপাতাল বা ক্লিনিকের নার্স বা ওয়ার্ড বয়দের বকশিস নেয়া বন্ধ করা হবে।
৩. প্রসঙ্গ মামলা : থানায় সাধারণ ডায়েরি খরচ ৫০ টাকা। আদালতে মামলা করলে বাদীর প্রাথমিক খরচ ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা। মামলার প্রতি তারিখে আইনজীবিরা বাদী বা বিবাদীর কাছ থেকে মক্কেল চার্চ নিবেন, ৩০০ টাকা থেকে ৫০০ টাকা।
( ক) মামলা জট কমাতে বাদী যাদেরকে স্বাক্ষী করবেন যেমন নারী বা পুরুষ নির্যাতন, অর্থ দেনা পাওনা, প্রতারণা, ওয়ারিশসহ এই সমমনা মামলা গুলো করতে বাদীকে অবশ্যই স্বাক্ষী বা স্বাক্ষীগণের নাম ঠিকানা ছবি মোবাইল নম্বর এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি থানায় বা আদালতে দাখিল করতে হবে।

( খ ) গ্রেফতারকৃত আসামী যতদিন পর্যন্ত তার জামিন বা বিচারের রায় ঘোষণা না হবে। ততদিন পর্যন্ত প্রত‍্যেক আসামী তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা মাসে খরচ সরকারের নির্ধারিত ব‍্যাংকে জমা দিতে হবে নতুবা যে এজলাসে বিচার কার্য চলবে। সেখানে নগদ বা চেকের মাধ‍্যমে জমা দিতে হবে। শুধুমাত্র যাদের অর্থ সম্পদ আছে। এবং যাদের অর্থ সম্পদ নেই। তাদের আলাদা আদালত থাকবে। “অর্থহীন আদালত ” নামে।
( গ) আইনজীবিরা কোনো আসামী জামিন করানোর জন‍্য আলাদা কোন চুক্তি করতে পারবেন না। যুক্তিতর্ক ছাড়া কোনো তদারকি করতে পারবেন না।
( ঘ) একটি আদালতে অগণিত আইনজীবী থাকতে পারবে না। সরকার কর্তৃক নবীন আইনজীবীর জন‍্য তিন হাজার এবং প্রবীণ আইনজীবীর জন‍্য পাঁচ হাজার টাকা মাসিক ভাতা প্রদানের ব‍্যবস্থা করা জরুরি।

( ঙ) জেলখানায় আসামির সাথে তাদের পরিবারের লোকজন বা স্বজনদের স্বাক্ষাতে কোনো প্রকার কোনো বিল নেয়া সবে না। সরকারি খাতে পঞ্চাশ টাকা দিতে হবে। যার প্রমাণ হিসাবে মানি রিসিট দেয়া হবে। এবং বিশেষ প্রয়োজন ছাড়া মাসে একবারের বেশি সাক্ষাৎ করা যাবে না। জেলখানার ভিতরে অসুস্থ আসামিদের চিকিৎসা খরচ সরকার বহন করবে। এবং জেলখানার গেইটের উপরে বর্তমান যে শ্লোগান আছে। সেই শ্লোগান বিলুপ্তি করতে হবে। নতুন শ্লোগান হবে।” জেলখানা ভালো না, অন‍্যায় করলেই যন্ত্রণা “।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd