❝স্বপ্ন দেখতে ভয় কীসে তোমার?
পাহারাদার তো আছে পাশে,
স্বপ্ন বুনতে ভয় কীসে তোমার?
বুকভরা ভরসা তো আছে পাশে।❞
সন্তানকে সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করার কারিগর মা-বাবা।ছোট্টবেলা থেকে মৃত্যুর আগ পযর্ন্ত কখনো মা-বাবার কাছে সন্তানরা আদর বর্হিভূত হননা।বাবা যে পেশায় করুক না কেন,সন্তানের জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতে সবর্দা প্রস্তুত থাকেন।
ছবিটি কয়েকদিন আগে ফেইসবুক থেকে সংগ্রহ করা।যতটুকু জানতে পেরেছি,মেয়েটি নার্সিং এর পরীক্ষা ছিল।সেই পরীক্ষা দিতে কেন্দ্রে আসল।কিন্তু বাবা তো কিছুতেই একা ছেড়ে দিতে পারে না।তিনি তার আদরের কন্যার পাশে পানির বোতল আর মাথায় পাঠ সহায়ক বই নিয়ে দাঁড়িয়ে আছেন।আর মেয়েটি কেন্দ্রে প্রবেশ করার পূর্বে একটু পাঠগুলো রিভিশন দিচ্ছে।
দৃশ্যটি আমাকে অতি বেশি ভাবিয়ে তুলেছেন।একজন অভিভাবক তার সন্তানের ভবিষ্যত বির্নিমাণে কতটুকু ছায়ার ভূমিকা হিসাবে থাকেন তা বুঝতে চেষ্টা করলাম।আমার মনে হল তিনি একজন অভিভাবক নন বটে,একজন স্বপ্নের পাহারাদার।তিনার স্বপ্ন হচ্ছে তার আদরের সন্তানগুলো।তাদের বর্তমান,ভবিষ্যত কিভাবে সুন্দর ও সুখকর করা যায় সেই চিন্তায় তিনি সবসময় মগ্ন থাকেন।এর জন্য তিনি দিন-রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করেন,তীব্র গরম উপেক্ষা করে রিকশা চালিয়ে ইনকাম করেন,তুমুল ঝড় বাধা সৃষ্টি করতে পারেনা যিনার পথচলায়।
আমি ছবিটির ভিতর পাহারাদার নামক ব্যক্তিটির সার্থকতা খুঁজেছি।অনেকক্ষণ গবেষণা করার পর বের করতে পারলাম,সার্থকতা সন্তানটির প্রতিষ্ঠিত হওয়ার উপর।
~মো:ওসমান হোসেন সাকিব
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087