দেশটা গড়তে আমরা সবাই
আজীবন ভাই লড়াই করি,
দেশের ভালো নাগরিক হই
ঐক্যের ঝাণ্ডা তুলে ধরি।
নেতার হাতেই দেশ গঠনের
দায়িত্ব আর কর্তব্যের বোধ,
বুদ্ধি-বৃত্তিক বিকাশ লাভের
ন্যায়ের যুদ্ধে জয় প্রতিরোধ।
সকল লেখক বুদ্ধিজীবির
মর্যাদা আজ স্বদেশ প্রেমে,
জ্ঞান-বিজ্ঞানের চর্চার ফলে
উন্নতির স্বপ্ন যায় না থেমে।
দেশ গঠনের সফল শ্রমিক
দেশ গঠনে ভূমিকা তার
আমরা সবাই মিলে মিশে
সুনাগরিক হই যদি আর।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।