দীর্ঘ এক যুগ পর শুরু হলো রাস্তার কাজ। জামায়াত সমর্থন এলাকা এবং ইউনিয়ন আমীরের বাড়ি থাকায় রাস্তার কাজ বন্ধ ছিল। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের শালমারা লতিবপুর গ্রামে এক যুগ ধরে বন্ধ ছিল রাস্তার কাজ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে জামায়াত সমর্থন এলাকা অর্থাৎ শালমারা লতিবপুর গ্রামে তেমন বেশি উন্নয়ন হত না। বিগত আ.লীগ দলীয় ইউনিয়ন চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন তাঁর নিজ গ্রাম এবং আ.লীগ সমর্থন এলাকায় বেশি করে উন্নয়ন করেছিল সেই তুলনায় লতিবপুরের প্রতি তাঁর সহৃদয় নজর ছিল না। গতবছর ৫ই আগষ্ট মাসে স্বৈরাচার সরকার পতনের ফলে দেশের রাজনীতিতে পরিবর্তন আসে। তারই প্রেক্ষিতে দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এই রাস্তায় হেড়িং এর কাজ চলতি মাসে শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যাতায়াত করে। বর্ষাকালে এই গুরুত্বপূর্ণ রাস্তায় হাটু সমান কাদা জমা হয়। ফলে বিভিন্ন শ্রেণির মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হতো। বন্ধ হয়ে যেত জরুরি পণ্য সরবরাহ বর্তমান চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাস্তার হেড়িং কাজের বাজেট পাশ করান। ফলে এলাকার মানুষ সহ আশপাশের মানুষের যোগাযোগ ও যাতায়াতে উন্নতি হয়।