ভারত,আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর, এবং এংলার বাজার ছামালা গ্রাম।
জেগে ওঠো! এ কেমন আইন?
স্বাধীনতা কেটে ফেলে, গায়ে বসায় শৃঙ্খল পাই।
ওয়াকাফ নামে ঘুম ভাগার ছল,
আসলে নজরদারির অন্ধকার জল।
এনআরছি নামে তালিকা বানায়,
নাগরিককে অনাগরিক সাজায়।
তোমার নাম নেই? প্রমাণ দাও!
নইলে নিজের মাটিতেও পরিচয় হারাও।
মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ,
ভেঙে ফেলে, বলে “এটা তো বিতর্কিত স্থান!”
কবরস্থানেও পৌঁছে হাত,
ধর্মীয় মর্যাদা ছিন্ন করে তারা রাতারাতি।
কোথাও বুলডোজার, কোথাও রায়,
ভোটের নামে বিভাজন ছড়ায়।
এই যদি হয় শাসনের রূপ,
তবে গণতন্ত্রই আজ সবচেয়ে লুপ্ত!
তাই কলম ধরো, প্রতিবাদ গড়ো,
চুপচাপ থাকলে ভবিষ্যৎ পড়ো!
এই ভূমি সব ধর্মের, সব জাতির,
ওয়াকাফ নয় — চাই সমতা, ন্যায়ের বাতি’র।
সময়ের ভাবনা এই পরিবারে সকল সদস্যকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার ছোট্ট এই কবিতাটি প্রকাশ করার জন্য।
কাজে চালিয়ে যান ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে