মোঃ ওসমান হোসেন সাকিব
সাহিত্যেকে যদি বুঝতে হয়
রবীন্দ্রনাথকে বুজো তার আগে
সাহিত্যে যদি বিচরণ করতে চাও
রবীন্দ্রনাথের পদাঙ্ক অনুসরণ কর।
সীমাবদ্ধ চিন্তা নিয়ে সাহিত্যিক হয়না
সীমাবদ্ধ চেতনা নিয়ে সাহিত্য সমৃদ্ধ হয়না
রবী ঠাকুরের বিচরণ ছিল সাহিত্যের সকল দ্বারে
বাংলা সাহিত্য সমৃদ্ধের ইতিহাসে তার নাম আসে আগে।
মুক্তমনা চিন্তায় ছিলেন তিনি প্রখর
লেখনীর তুর্যে ফেটেছে শোষণের বহর
সমাজ পরিবর্তনে তারই লেখনীগুলি
সুশীল সমাজে অস্ত্রের চেয়েও বেশি এনেছে আঘাত।
প্রকৃতির হাসি ফুটত কবিগুরুর লেখনীতে
অনাথ,বোবার আর্তনাদ শুনতাম কাব্যের লাইনে
দেশপ্রেমের ঊর্ধ্বে ছিলনা যশ-খ্যাতির স্থান
ব্রিটিশ আগ্রাসনের নিন্দা জানিয়ে ‘নাইট’ উপাধি করেছিলেন বর্জন।