মো: ওসমান হোসেন সাকিব
ফিলিস্তিন আজ নয় কো স্বাধীন।
হলেই বা কেন,
তারা আজ নির্যাতিত,নিপীড়িত,অস্তিত্বহীন।
তারা নিজ অধিকার নিয়ে বলতে পারে না কথা,গাইতে পারে না গান
লিখতে পারে না কবিতা,দিতে হচ্ছে প্রাণ।
আজ দেখ_
ফিলিস্তিনে মরছে মানুষ,শিশু,নারী,নওজোয়ান
দিচ্ছে প্রাণ হাজার হাজার,অধিকার ফিরে পেতে আগুয়ান।
মারছে বোমা,ফুটছে টিয়ারশেল,চলছে বুলেট অজস্রভাবে
তবুও,
হটছে না বীর,দিচ্ছে প্রাণ,বাকরুদ্ধতার করবে অবসান।
হে স্বাধীনতাকামী ফিলিস্তিন!
নয় হে তোমরা একা,আজ বিশ্ব মেতেছে একসুরে
পাবে তুমি স্বাধীনতা,ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়ে।
ইসরাইল নিপাত যাক,ফিলিস্তিন জিন্দাবাদ!
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ,চন্দনাইশ চট্টগ্রাম।