কে আগলে রাখে মায়ার টানে
ছায়ার গানে,
বুঝিনা ছলাকলা
হৃদয় নিয়ে করে খেলা ||
উড়ে যায় শিকল ছিড়ে বহু দূরে,
ভেবে ভেবে আর কেঁদনা
দোষ দিব না মুই তোমারে।
হেসে হেসে ভেসে ফেলি মনের যত চাওয়া,
ছিলিনা কপালে মোর দিয়ে গেলি খাঁ খাঁ ধাওয়া।
ভালবাসার ঘুন পোকাটা দেহের মাঝে করে ক্ষত,
ধোকা খেয়ে বোকা হয়ে রেজন ছুটে কোনরে পথ।
কার সুরেতে মুগ্ধ হয়ে বলিস রে তুই ভালবাসি,
সুখের ছবি আঁকিস তবে কার অপেক্ষায় রইলা বসি ||
নিশিতে স্মরণ হলে নুনের ছিটা,
বন্ধু আমার কেমন আছো
রাখলে নাতো দেওয়া কথা।
জানিনা কেন আমায় লাগে বড় অসহায়,
আনচান মনে চোখের কোনে মায়ার দড়ি ছিড়ে যায়।
মন্ত্র দিয়ে বাইন্ধা রাইখো যে তোমারে হইব আপন,
আমার ত নাইরে কেহ দেখে নারে প্রেমের স্বপন ||
মাতাল হয়ে পাতালপুরে অথই জলে ডুইবা মরি,
বন্ধু আমি বিষে কাতর তীর মারিল কোন শিকারী।
রোদেলা এই দিনে তুমি বীনে লাগে ধাঁধা,
নিভে যায় মোমবাতিটা
অগোছালো এই আমিটা!
তুফান ত ঝড়ে গেল ফুটে রইল শিমুল-গাঁধা।
করব না আবদার আমি ‘ভালবাসি’ শুনার এমন,
তোমার বেলা ষোল আনা আমার বেলা ওয়েটিং।
বনলতা ছড়াছড়ি বেঁধে রাখে বলনা কারে,
লাঠাই ছাড়া নিঃশ্ব ঘুড়ি
প্রেম বাতাসে কেমনে উড়ে ||