✒ সাবিত রিজওয়ান
আমার সময় বুজি এতটুকুই ছিল, কীভাবে যে সময় ফুরিয়ে গেল! যদি কোন দোষ করে থাকি তাহলে প্লিজ মাফ করে দিবেন। মনের মাঝে কোন অভিমান রাখবেন না। আমি প্রতিদিন কেঁদেছি হয়তো আওয়াজগুলো শুনতে পারেননি। মানুষের একটা ভাল গুণ থাকে, সবারই স্বাধীনতা প্রয়োজন। আমার দ্বারা কখনো কেউ যদি উপকৃত হয় তবেই আমার সার্থকতা। আমি বোজা হয়ে থাকতে চাইনা, আমি প্রার্থনা করি নক্ষত্রের আলো বহাল থাকুক! নক্ষত্রেরও কিছু চাওয়ার থাকে। আমরা বীরের জাতি তবে কেন অনুভব করতে পারিনা কে নক্ষত্র হতে চলেছে! আমরা কি আজীবন আঁধারেই থাকব? আমরা নক্ষত্রদের কদর দিতে জানিনা। নক্ষত্রেও অভিমান আছে। আমি চাইছিলাম নক্ষত্রদের-কে খুঁজতে কিন্তু তার আগেই বিদায় নিতে হচ্ছে, কেন হচ্ছে সেটা আপনাদের কাছেই প্রশ্ন রইল।