• মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

কবিতা: একবিংশের কথা

সাবিত রিজওয়ান / ৩৫ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

তাহমীদ খান তুষার

একবিংশের কথা,
জৈষ্ঠ্য’র চতুর্দশে অশ্লেষার পাতা-
অনুসূয়া প্রেমি-হিয়া আয়ূষ চির-সদা।
কহেছিনু ‘হে মম আপেরে, দৈন্যের আঁচে প্রেম হাঁকেরে’-
দৈবাৎ হে তব নামিলো এ ছল-
কিঞ্চিৎ লব্জে-আশিন নয়নিকা জল।
আজি মম প্রেম দরিয়ায় নোঙর বহায় ;
অনাদি সে প্রেয়সী হিমি’র মায়ায়।
হেম নয়নে;
ঐ লান্ত বিভাবরী তেঁতো বিশগ রমতাস
কদর্য ছিনু মম প্রাক্তন মাস’-
বন্দনা এ লালট হেতু হিয়া চোঁট
মম চিত্তে গহীনু তুমি তমসা নিকোষ।
আজি,
অন্দর লীলা জুড়ি ছন্দ পিয়াস
চিত্তের জ্বালা গায় রোদন কোরাস;
হেন নিষ্ঠুর রজনীয়ান্তে মম ত্রস্তর হাল-
অন্দরে প্রেম রয়; ইন্দ্রীয়ে কাল।
রিপুর লালসা যে প্রেমী দিলে রয়-
ওহে প্রেম ধংসী পন্ডিতে কয়।
কত ছিনু হে-কেশর কথিত জনে;
নিস্তর মন্ মোর তাহার্ সনে।
তোর চয়নে ভাসে কি আজি মোর ছানি-
ছুড়ি দিস কভু; ফের খিঁচি লস টানি।
বন্দনা অরণ্যে মম আজি ক্ষয়,
অম্বর চন্দ্রিমা মোরে হাঁকি কয়,
‘ওগো তুমি চাহ কি, চাহ তুমি কই’।
কোঠে কেহ নাহি আর,
হেন‌ খেল্ ‘বিধি’ তাঁর;
উপমেয় প্রতিমার-
কার্য মোর এই বার,
প্রেম পাতা ফাড়িবার।
মন্ মোর উদয়ন
উচাতন শ্রী বদন;
হিমি তার দু’নয়ন-
বলাকার বিষ্ফোরণ
মম চিত্ত উহ্যে-
এ নাস নিঃসরণ।
ফের,
সর্ব সমাপনীতে-
সে মম নিকটে!
ষষ্ঠে এ কায়া- ছাড়িয়াছে মায়া;
যোগ আর নাহি তার রহিয়াছে ঘটে।
নির্দিশ দহিকা, ইন্ধন মালিকা;
বিবশ্ চয়নিকা ছড়ানো এ মস্তে-
তিনি আজি রহিতো অপরের হস্তে।

কবি পরিচিতি: তাহমীদ খান তুষার। চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার বাসিন্দা। পেশা: শিক্ষার্থী, সাহিত্যিক।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd