কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ছত্রিশ জুলাই মুক্তি পেলো
সোনার বাংলাদেশ,
বাংলা মায়ের দামাল দলে
আন্দোলন হয় বেশ।
নির্যাতনের আয়না ঘর তার
মৃত্যু পুরীর ভয়,
আমাদের দেশ মাতৃভূমি
দাজ্জাল মুক্ত হয়।
ছত্রিশ জুলাই এ বাংলা ফের
স্বাধীনতা পায়,
শেখের বেটি শেখ হাসিনা
দেশ ছাড়িয়া যায়।
দেশদ্রোহী পেতাত্মার দল
দেশ প্রেমিকের সাজ,
দূর্নীতিবাজ ঠাঁই নাই এতে
তাদের নাই রে লাজ।
আজকে আমরা কথা বলে
মনে শান্তি পাই,
বাংলার বুকে রাক্ষসী মা
শেখ হাসিনা নাই।
চট্টগ্রাম।