সাবিত রিজওয়ান
মাছের কাঁটা গেছে হারাই,
বাঘ সেজেছে বিড়াল মশাই!
লালা জিভে মুরগীগুলোর খোঁজ করে,
মুরগীও তো উড়তে পারে।
দুমুখো সাপ লেজ নেড়ে নাচানাচি দেখায় কারে!
বকরিগুলো পাইছে গদি
গাছপালা তাই দিচ্ছে কাঁদি।
শিয়াল মামা কুকুর সাজে কুকুর সাজে ভদ্র,
গাধার পিঠে বোজ গমনাগমন তবু খায় সে বকা
ঘোড়াগুলো অতি দৌড়ায় যন্ত্রের কাছে হয় খোকা!
কোথায় গেল তালপিঠা তারই শোকে ভাদ্র।
মাতৃভাষা যায় পুড়ে
ভীনভাষাকে লালন করি আদরে,
হনুমান মানুষ হতে চায়
ঘাসফড়িং ইদুর খায়!
ইদুর খায় ঘাস
পেচকের মুখে কোন সুর কাক করে তালাশ।
লাউগাছে ডালিম ধরে পেপে গাছে আম,
বরইগাছে কাঁঠাল ধরে খোসখার গাছে জাম।
আরশোলা মদ খেয়ে বলে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী,
মাকড়সা যাবে মাছ ধরতে জমিয়েছে জর্ডান নদীতে পাড়ি।
সাংবাদিক টিকটিকি যায় নেতা ব্যাঙের কাছে,
ব্যাঙ রাজ-মিটিং এ ব্যস্ত আছে!
কুমড়া দিয়ে হয় বেগুনি,
শকুন হয়েছে তার রাধুনি
বাদুড় খুঁলেছে পাঠশালা!
উকুন হয়েছে খেলোয়াড় করে কাবাডি খেলা।
বেজি হয়েছে ইঞ্জিনিয়ার
মশা হয়েছে ডাক্তার,
হাতি ফুঁকায় মুরলী!
শয়ূর দেয় হাত তালি।