কলমে: সাব্বির হোসেন
নিয়তির ডাকে ছুটে চলি,
আলো-অন্ধকার পথের গলি।
স্বপ্ন ভাঙে, স্বপ্ন গড়ে,
নিয়তির হস্তে সবই পড়ে।
চেয়েছিলাম সাগর পাড়ি,
নিয়তি টানে নদীর পারি।
শক্ত হাতে ধরেছিলাম হাল,
নিয়তি বলল—“চলো এই চ্যাল।”
কখনো সুখ, কখনো শোক,
নিয়তির খেয়া বয়ে যায় লোক।
চেষ্টা করি, থামি না আর,
নিয়তির লেখা কপালে সার।
জীবন মানে চির লড়াই,
নিয়তির সাথে যুদ্ধ তাই।
তবুও হাসি, তবুও গাই,
নিয়তির ডাকে নতুন পথ পাই।