রাকিবুল ইসলাম রাহান
সারা বিশ্ব চুপ করে,
বসে থাকে চেয়ে —
জালিম যত যন্ত্রণা দেয়,
বলে না কেউ কইয়ে।
শিশুর মুখে হাসি ছিল,
ছিল রঙিন ধারা —
আজকে পথে বারুদের
ছড়ায় শুধু ঝরা।
মায়ের কোল শূন্য করে,
নিয়ে যায় যে প্রাণ —
তাদের বুকে কবে যেন
আসবে আলোর জান!
হে পরওয়ারদিগার তুমি,
স্নেহে ভরা মন —
রক্ষা কর মজলুমদের,
করো দয়া দান।
তোমার রহম ছড়িয়ে দাও,
ফিরুক শান্ত দিন —
ফিলিস্তিনে ফুটুক আবার
রঙিন ফুলের বাগান।