– মাওলানা আজিজুর রহমান আল জালীলি
ছামালা, এংলার বাজার, বদরপুর, শ্রীভূমি (করিমগঞ্জ), আসাম।
প্রকৃতি—যিনি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আমাদের জল দিয়েছেন, বায়ু দিয়েছেন, অন্ন দিয়েছেন, ছায়া দিয়েছেন। জীবনের প্রতিটি নিঃশ্বাসে আমরা প্রকৃতির ঋণী। কিন্তু আমরা কী ফিরিয়ে দিয়েছি তাঁকে?
আজ আমরা বৃক্ষ কাটি, নদী মাটি দিয়ে ভরাট করি, রাসায়নিক দিয়ে মাটি ও জল দূষিত করি, অরণ্য ধ্বংস করি, বাতাসে বিষ ছড়াই। আমরা উন্নয়নের নামে প্রকৃতির ওপর চালাচ্ছি অবিচার, লোভে অন্ধ হয়ে পরিবেশকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছি।
ফলস্বরূপ, প্রকৃতি আজ রুষ্ট।
প্রতিবছর আমরা দেখছি তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি, অনিয়মিত বর্ষা, হঠাৎ বন্যা, ধ্বংসাত্মক ঝড়, খরা ও খাদ্যসংকট। এমনকি আমাদের সন্তানদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।
এই রোষ প্রকৃতির প্রতিশোধ নয়—এটা আমাদের কর্মের ফল।
কুরআনুল কারীমে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন:
“যা কিছু বিপর্যয় তোমাদের ওপর আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মের ফল।” (সূরা আশ-শূরা: ৩০)
আসুন, আমরা নিজেদের সংশোধন করি।
বৃক্ষরোপণ করি, জল অপচয় বন্ধ করি, প্লাস্টিক বর্জন করি, পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ করি।
শুধু নিজের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলি।
প্রকৃতির রাগ যদি আমরা বুঝি, তবে এখনই আমাদের করণীয় ঠিক করতে হবে।
আজ থেকেই শুরু হোক আমাদের উদ্যোগ, আমাদের অনুশোচনা এবং আমাদের প্রতিজ্ঞা।
“প্রকৃতিকে রক্ষা করুন—এটাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার বাস্তব রূপ।”