তরুণ বন্ধু তুফান, প্রেম-বিপ্লবের নিশান।
সাবিত রিজওয়ান
আমার মন কেড়েছে সেই মেয়েটির পায়ের নূপুর,
সে যেন বালুচরে ফুটে থাকা কাশফুল!
যেন প্রেম নিয়ে কোকিল পাখি তুলে সুর
কখনো ছেড়ে যাব এমনটি ভেবে করিও না ভুল।
তুমি আমার রাঙ্গা চিঠির বর্ণমালা,
আমি ত রূপ দেখে করিনি প্রেম
আমি চেয়েছি ভালবাসার ফুলের মত গুণ –
আমি মনে রাখিনি কোন কোন মাসে ফুল ফোটে – কোনটাই-বা ফাল্গুন
মনে স্বাদ জাগে শুনতে আই লাভ ইউ যখন হাতে হাত রেখে চলি ভোরবেলা।
আমি তোমারি তুফান,
এই বাল্য প্রেমের তোমারি সুধানো ভালবাসার গান।