সাবিত রিজওয়ান
হয়তো আবার দেখা হবে তখন অপরিচিতর ন্যায় পাছ কাটিয়ে চলে যাব তুমি-আমি,
প্রেম নিয়ে কথা বলা হবেনা! তুমি থাকবো কোন সময়ের চাপে ব্যস্ত, শেষবার আই লাভ ইউ বলে যাও মন ভরে শুনি।
আমি পারলাম না কাউকে ভালবেসে আপন করতে,
তুমি বেছে নিয়েছো অন্য কারো পথ! পারলেনা আমার হতে।
শুধু আশা দিলা, সে আশাগুলো কাটার ন্যায় হৃদয়ে হানা দেয়!
তুমি জানো না হয়তো পাগল বেনে গিয়েছো আমায়।
আমি বলেছি আমি সবার থেকে একটু ভিন্ন,
তাই আজ বাতাসকে বলি সে কেমন আছে! আমি ভালবাসারে করি মান্য।
আমি জানি, আমার কথার মধু শেষ হয়ে গেছে,
হয়তো চিৎকার করলে আকাশ থেকে ঝর নামে নয়তো কেউ শুনতে পারেনা! ফল আর ধরেনি যা দিয়েছিলাম চাষে।
সূর্যি মামা ঠিকি হয় উদয়,
কিন্তু কজন জানে কার প্রেম আলো নিভে যায়।