রকিবুল ইসলাম
জান্নাতী! ও মা জান্নাতী!
ওঠরে! যেতে হবে দূর!
কোথা যাব মাগো?
রাত যে ঢের!
চল মা যেতে হবে।
ফেরেশতা একদল এসেছিল ঘরে।
নিয়ে যাবে তারা তোরে,
সোনার পালঙ্কে সওয়ার করে।
যাব মা আমি জান্নাতে,
থাকবে কিভাবে তোমরা ভবে?
আমায় ছেড়ে তোমরা দুজনে,
এটাই মোরে পীড়া দিবে।
চিনতে পারিনি জান্নাতী তোরে,
যাবি তুই শহীদের বেশে।
আসবো মোরা সাজা পেয়ে,
অবনত মস্তকে আসামী হয়ে।
ক্ষমা করিস এহেন পাপিরে!
করল বধ যারা তোরে।
এই দুনিয়ায় মোহের বশে
বত্রিশ বিঘা জমিনের লোভে।