কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
সময় আছে ফিরে যাও হে নারী
আমি জীবন বাকে, লেখালেখির ফাঁকে, কতটুকু সময় দিতে পারি?
আহত বিহগের মত ছটফটিয়ে কষ্ট বুকে
পারবে, হেয়ালি ভরা পান্ডুলিপি আঁকড়ে, থাকতে সুখে ?
ভালো বাসার অর্ণব কূল থেকে, ইচ্ছে করলে যায় ফেরা
শখ করে যায়, আবেশে ক্ষয়, প্রণয়ন রসায়নে ডুবে মরা,
ভালো বর, ভালো ঘর খোঁজে সভ্য জগতের সব নারী
যদি প্রণয় সূরা সাকি মাতাল করে থাকে, চলো পতঙ্গ সম পুড়ে মরি!
যদি জেগে থাকে কামনা, চষক ‘নেশার ঝোঁক’ মনে
যায়না জীবন সাথী বাছাই করা, পথচলা তার সনে,
এখন ও সময় আছে, ফিরে যাও নিরন্তর ঝর্ণার মত
আমার মত, পাবে কত, ছন্ন ছাড়া কবি, আঁকে কল্পনার ছবি, আরো শত!