কলমে: মোহাম্মদ ফয়সাল
ঠিকানা : চট্টগ্রাম,মিরসরাই
খইয়াছরার সেই প্রাঙ্গণ, স্মৃতির খাতায় লেখা,
সবুজ ঘেরা মাঠের কোণায়, স্বপ্ন ছিল বাঁধা।
প্রত্যেকটি ক্লাসরুমে মিশে আছে গল্প হাজার,
মাঠে খেলা, হাসির ধ্বনি, কাটতো কত সকাল-সাঁঝর।
স্মৃতির জানালায় আজও ভেসে আসে সেই দিন,
বন্ধুদের সাথে হেসে খেলে কাটতো যত ঋণ।
শিক্ষকদের মায়াবী বাণী, শিখিয়েছে পথ চলা,
মানুষ হওয়ার স্বপ্ন বুকে, শুরু হল নতুন ছলা।
খইয়াছরার আকাশ আজও ডাকে সেই শৈশবকে,
মাঠের ধুলো, শ্রেণীকক্ষ—সবই যেন রাখে।
মনের গভীরে বেঁধে আছে শিক্ষার সেই আলো,
খইয়াছরার প্রতিটি কোণায় স্বপ্নেরই পালক ঝালো।
আজ দূরে থেকেও মনে পড়ে সেই প্রিয় বিদ্যালয়,
শিক্ষার আলোয় আলোকিত, সাফল্যের পথচলায়।
খইয়াছরার মাটির গন্ধ আজও হৃদয়ে বাজে,
শিক্ষার সেই অমর গল্প রেখে যায় মনের মাঝে।