সাবিত রিজওয়ান
আমি দেখেছি কত প্রাণ হারিয়ে যেতে,
গরিব-অসহায় অধিকার থেকে বঞ্চিত হতে।
কেউ ধোকা খেয়েছে,
কেউ অভিশপ্ত জীবন পেয়েছে।
কেউ বলছে টাকাতে সুখ,
তবু উজ্জ্বল নয় চাহিদার মুখ।
স্বাদ পেলেই কেউ পেটের মধ্যে সব রাখতে চায়,
অনাহার পেটের দায়ে ঘাস চাবিয়ে খায়।
কেউ শুনতে পারেনা কারো আর্তনাদ,
হেসে হেসে বিদ্যুৎ চমকিয়ে ভরে গেল নদ।
মানুষ কেন এত নির্দয়া,
বুঝেনা এটাই জীবন নয় একদিন হারিয়ে যাবে তার ছায়া।
কলসে জল রেখেছি বেঁধে
দুঃখ কোথায় রাখি,
আমি বেকার, পরিবার থেকে দূরে এসে হয়েছি বিক্রেতা-হকার!
কত জনপ্রতিনিধি করছে অন্যায়-অবিচার
‘স্বাধীন বাংলায় এসব হচ্ছে টা কি?’
বাজারে লেগেছে আগুন উড়ছে না কোন ধোঁয়া,
এ কী খেলাম
বাছার জন্য নাকি মরে গেলাম!
চলছে কত পরকিয়া।
ষড়যন্ত্র আর পারিবারিক অশান্তি,
এতে কেউ নিজেকে মৃতঘোষণা করে হয়ে যায় ক্লান্তি।
ছোট মুখে বড় কথা,
ভেঙে দিব তোর দাঁত যদি হয় অযথা।
অসাধু চাউল ধুয়া পানি দুধে মিশাল,
স্টোল করতে তারা মসজিদ-গোরস্থান আনন্দ মেলায় ভাড়া দিল।
ক্ষুদার কষ্টে কেউ চুরি করে,
ক্ষমতাসীন লুটে নেয় ভিক্ষা করে!
যা দেশের কল্যাণে লাগার কথা ছিল
তা তাঁরা চুষে নিয়ে করে বাহানার হট্টগোল।