রচনা: মাওলানা আজিজুর রহমান আল জলিলী
মাওলানা স্টোর, আলো ঝলমলে,
সেবা ও স্নেহে হৃদয় মেলে।
মঞ্জুর ভাইর হাতে গড়া,
ইমানি পথে দীপ্ত জ্বলা।
খেজুর, আতর, তসবিহের ঘ্রাণ,
জ্ঞান আর দীনের সুখ-সন্তান।
শুধু বেচাকেনা নয় এখান,
রুহানিয়াতে ভরে মনপ্রাণ।
শিশু, বৃদ্ধ, তরুণ সবাই,
চলে আসে স্নেহের এই ঠাঁই।
মাওলানা ভাই হাসিমুখে বলে,
“নিয়তের সাথে থাকো সর্বদলে।”
চায়ের কাপ আর আলাপে সুর,
ইলমের ছায়ায় শান্তির গুর।
এ যেন এক দাওয়াতের ঘর,
যেখানে ভরে যায় অন্তর।
হে মঞ্জুর ভাই, থাকো দীর্ঘকাল,
তোমার স্টোর হোক সবার দ্যাল।
সত্য ও শান্তির, দীনের আঁধার
মাওলানা স্টোর হোক নূরের হবার।
(উৎসর্গ: অতি স্নেহ র মঞ্জুর ভাই)
ছামালা, এংলার বাজার বদরপুর,শ্রীভূমি ( করিমগঞ্জ) আসাম।