নিজস্ব প্রতিবেদক
আদাবর ও মোহাম্মদপুর থানা সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে, রাজধানীর আদাবর থানাধীন আলিফ হাউজিং ,রাস্তা নং ৬ , আদাবর বাজার সংলগ্ন, মিশন ইন্টারন্যাশনাল কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখিত শিরোনাম ও , এই বিষয়ের উপরে আজকে ষষ্ঠতম আলোচনা পর্ব ছিলো। অত্র এলাকায় দশ হাজার লোক বসবাস করেন বলে এই প্রতিনিধিকে উপস্থিত স্থানীয় আলোচকগণ জানান। আলোচনার বিষয় ছিলো, আলিফ হাউজিং ৬ নং রাস্তাটি যেকোনো মূল্যে বিশ করতে হবে। যা সকলের জন্য এটি একটি পরিকল্পিত মাইল ফলক।
মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রফেসর এম হুমায়ুন কবীর সাহেবের সঞ্চালনায় আজকের অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত আলোচনা সভায় মূল্যবান মতামত প্রকাশ করেন, ফসির উদ্দীন সর্দার , সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন । আসাদ গেইট, মোহাম্মদপুর ব্রাঞ্চ, ঢাকা ।
মাহফুজ আহমেদ, জোন ৫, সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া অত্র আলিফ হাউজিং এর বিভিন্ন বাড়ির মালিক বক্তব্য রাখেন।
।অত্র এলাকার বাড়ির মালিকগণদের নিয়ে আজ ২০ মে ২০২৫ সকাল দশ ঘটিকায় স্থানীয় মিশন কলেজের হল রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস, কর্মকর্তা, মোঃ ফসির উদ্দীন সর্দার, আলমগীর হোসেন এবং ঢাকা উত্তর সিটির কর্মকর্তা, মাহফুজ আহমেদ এর উপস্থিততে সিদ্ধান্ত গৃহীত হয় যে, এ্যাম্বোলেন্স, ফায়ার সার্ভিস (অগ্নি নির্বাপন গাড়ী) ও অন্যান্য যানবাহন নিরাপদে প্রবেশের স্বার্থেও চলাচলের প্রেক্ষিতে বিশ ফিট রাস্তা করার পক্ষে দুই তিনজন ছাড়া এই রোডের সবাই প্রায় একমত বলে জানা গেছে।
মুল বক্তারা বলেছেন, সমাজের সকলের স্বার্থে সকলেই নিজ নিজ অবস্থান থেকে যার যা করণীয় তাই করা উচিৎ। আলোচনা শেষে উপস্থিত সবাই আলিফ হাউজিং এর রাস্তাটি পরিদর্শন করেন।
এখানে আরো উপস্থিত ছিলেন, কাজী ইউসুফ জাহান, প্রফেসর এম হুমায়ুন কবীর,অথই নূরুল আমিন, মোঃ ফসির উদ্দীন সর্দার, মাহফুজ আহমেদ, আব্দুল মজিদ, ওমর ফারুক, আঃ কাদের, মোহাম্মদ হাবিবুর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ আমিনুর রহমান মিয়া, মোঃ মোস্তফা কামাল, মোঃ মাসুম বাবুল, মোঃ রুবেল গাজী, মোঃ সুমন সরদার, মোঃ কাওসার হোসেন, মাহাবুব ইমন, মোঃ রাশেদ খান, মোঃ সফিকুল ইসলাম স্বপন প্রমুখ। আলোচকবৃন্দ জানিয়েছেন, বিষয়টি ঢাকা ডিএমপির আদাবর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়াসহ প্রশাসনের অনেকেই অবগত আছেন। উপস্থিত আলোচকেরা রাস্তাটি বিশ ফিট বা প্রসারিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।