সালমা আক্তার চাঁদনী
উপচে পড়ছে নদীর জল
থৈথৈ করছে ঢেউ,
সারা মাঠে সবুজে সমারোহ
তাকিয়ে যেনো কেউ।
নীল আকাশে কালো মেঘে
ছেয়ে গেছে যেনো,
বৃষ্টি পড়বে টাপুরটুপুর
খুশি ছেলেরা হেনো।
মাঠে ঘাটে দৌড়াদৌড়ি
চলবে কিশোর মনে,
কচুপাতা মাথায় দিয়ে মাঠে
নামবে জনে জনে।
পুকুর পাড়ে জোনাকিগুলি
ডাকবে ঝিঁঝি করে,
ইচ্ছে করে কিশোরী মেয়ে
পুরবে থলে ভরে।
বাঁশ বাগানের পশ্চিম পাশে
ছেলেরা দিবে উঁকি।
আসেনা কেনো এখনো তো
পাশের বাড়ির খুকি।
ডুব দিয়ে এপার ওপার
করবে ডুবাডুবি সবে,
ডাকবে বৃদ্ধা দাদু তখন
দাড়ারে সবে তবে।
বর্ষা এলে নদীর পানি
খাল বিল পুকুর,
রেহাই পায়না দস্যি ছেলেদের
সকাল সন্ধ্যা দুপুর।
সাদা সাদা কাশ ফুলে
ভরে নদীর কিনার,
এসব তুলতে ছুটে চলে
খুকি খুকা মিনার।
বকেরা সব আকাশ পানে
চলে ধেয়ে বাসায়,
ঘুমিয়ে পরে ছোট্ট কিশোরেরা
পরের দিনের আশায়।