মাওলানা আজিজুর রহমান আল জালিলী
তুমি যে আমার সকাল বেলার সূর্য,
জীবনের পথে আলোর বাণী যুক্ত।
তোমার ছায়ায় কাটে সুখের দিন,
তুমি আছো বলেই বুকে জাগে চিন।
তোমার হাতে ধরেই প্রথম হাঁটা,
তোমার চোখেই শিখেছি দিগন্তের জানা।
বুকের মাঝে আগলাও ভালোবাসা,
তোমার মতো নিঃস্বার্থ নেই আর আশা।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
তুমি গড়েছো সংসার নিঃশব্দে।
নিজে থেকেছো ক্ষুধার্ত অনেক দিন,
আমার মুখে হাসি দেখার চিন।
শুধু দিয়েছো, কিছুই চাওনি ফেরত,
তোমার আদরে হৃদয় হয়েছে পরিপূর্ণ আরত।
তুমি আছো পাশে আজও সদা জাগ্রত,
তোমার ছোঁয়া, তোমার কথা—অমৃতের মত।
হে বাবা, তুমি আশীর্বাদের ছায়া,
তোমায় ঘিরে জীবন পেয়েছে মায়া।
রবের কাছে শুধু একটি চাওয়া
তুমি থাকো বহু দিন, স্নেহে ভরা ছায়া।
তুমি আমার অহংকার, আমার গর্ব,
তোমার আদর্শে গড়ি নিজস্ব রূপকল্প।
আমার প্রাণপ্রিয় বাবা—শ্রদ্ধা নিরবধি,
তোমার ভালোবাসাই আমার জীবনের চির সঙ্গী।
ঠিকানা:-
ছামালা, এংলার বাজার, বাদরপুর,
শ্রীভূমি (করিমগঞ্জ), আসাম।