জহিরুল ইসলাম ইসহাকী
বাংলা ভাষা, তুই কি শুধু বর্ণের একটানা রেখা?
নয় কি তুই আল্লাহর দান, এক মমতাময় দেখা?
তোরই ছন্দে প্রথম শিখেছি “বিসমিল্লাহ” উচ্চারণ,
তোরই সুরে শুনেছি আমি কুরআনের পবিত্র বাণী-বরণ।
আবু হানিফা, গাজ্জালি যখন চিন্তা করতো দ্বীন,
আমার বাংলা সাহিত্যও খুঁজেছে শান্তি, খুঁজেছে চিরদিন।
লেখনিতে ভেসে এসেছে নূরের পংক্তি,
ইলমের ডালপালা ছড়িয়ে পড়েছে আদবের সংগতি।
নজরুল বলেছে: “আমি মুসলমান!” বিদ্রোহে জ্বলে,
তার কবিতায় কুরআনের ভাষা জেগেছে অনল দলে।
রবীন্দ্রের কলমেও এসেছে কদর, রমজানের কথা,
বাংলার সাহিত্য তাই বহন করে দীন ও দুনিয়ার ব্যথা।
ভাষা আন্দোলনের রক্তধারা ছিল ঈমানের স্পর্শে রাঙা,
তারা ভাষা চেয়েছিল, কারণ তাতে কুরআন পড়ে যাবে বাঁচা।
তাই বাংলা মানে শুধু নয় কবিতার স্বরলিপি,
বাংলা মানে দ্বীনের দাওয়াত, হকের পথের চিপি।
সাহিত্য হোক হিদায়াতের আলো, কবিতা হোক দোয়া,
শব্দে হোক খুশু, বাক্যে হোক ইখলাসের ছায়া।
বাংলা ভাষা আমাদের তাজ, সাহিত্য হোক সওয়াবের দ্বার,
আসুন গড়ি কাগজ-কলমে এক উম্মাহর সচ্চার।