আর. এম. কারিমুল্লাহ
হে পঁচিশ?…
তোমারই রক্তক্ষয়ী হৃদয়ে আমি ক্ষ্যান্ত
তাদেরই কথায় হলাম কত ক্লান্ত
_হে পঁচিশ…
তোমারই হৃদয়ে আজ তারা বিদায়-
রিজুয়ানের এই কঠোর মনে
পেলাম শিক্ষা চরম,
বুঝতে চাইনি কিছুতেই
মনটা আমার অতি নরম।
আফতাব আর রবিউলের
চঞ্চনের স্মৃতিগুলোর কথা,
ক্ষনে ক্ষনে মনে পরে
স্মরণের সাথেই লাগে ব্যাথা।
রমজান আর সাইদুরের
মধুর মধুর সম্পর্ক গুল্লো,
আজ যেন ভেঙে দিয়ে যায়
জড়িয়ে থাকা স্বপ্নের মূল্য।
নজিবুর ও রহমতের
মিষ্টি কথার দাম!
পৃথিবীতে ছড়িয়ে পরে
আমার কবি জীবনের আর এম… নাম।
মদুদ আর মোমিনের
একটি কথার ভুল,
তাদের সাথে বাধিয়েছি যে
কত রকমের হুল।
হাবুল আর মুরশেদের
হৃদয়টা মিষ্টি তে ভরা,
সামিউল, করিমের ও
মনটা পড়লো ধরা।
আরো কত জনে আমায়
হরেক কথা কই!
তাদের কথায় রাগ করা যে
আমার স্বভাব নয়
আমি পাপি তোমরা আমায়
ক্ষমা করে দাও,
বিদায় কালে একবার শুধু
বুকে বুক মিলিয়ে নাও।
হরিশ্চন্দ্র পুর, মালদা, পশ্চিমবঙ্গ, ভারত।