আবিদ হাসান, রামপাল, বাগেরহাট।।
আজ শ্রীকলস মানবকল্যাণী ইম্প্যাক্ট প্লাস ক্লাবের উদ্যোগে শুরু হলো “Let’s Talk English (LTE)” নামক একটি নতুন ভাষা শিক্ষামূলক প্রকল্প। প্রথম ক্লাসটি ছিলো প্রাণবন্ত, উৎসাহভরা এবং শিক্ষার্থীদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ বাড়ানোর মতো।
ক্লাসের শুরুতে শিক্ষার্থীরা নিজেদের নাম, কুশলাদি ও সহজ ইংরেজি বাক্য চর্চা করেছে। “Name Chain Game” এর মতো মজার খেলায় সক্রিয় অংশগ্রহণে সবাই ছিলো আনন্দিত। Vocabulary ও Daily Sentence Practice সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা পরিচিত হলো দৈনন্দিন ব্যবহৃত শব্দ ও বাক্যের সঙ্গে।
জোড়ায় কাজ করে তারা আত্মপরিচয় অনুশীলন করেছে এবং “I can speak English!” বলে একসাথে চিৎকার করে আত্মবিশ্বাস প্রকাশ করেছে। শেষে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে সহজ ইংরেজি শব্দ লেখা ও পরিচিতি অনুশীলন।
ভয়ের জায়গা ভেঙে দিয়ে আনন্দময় পরিবেশে শেখানোর এ প্রয়াস ভবিষ্যতে শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় সাহস ও অনুপ্রেরণা যোগাবে।
আয়োজনেঃশ্রীকলস মানবকল্যাণী ইম্প্যাক্ট প্লাস ক্লাব,
পিএফএ ৫, রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।