আজিজুর রহমান আল জলিলী
তুমি যে আমার প্রাণের দীপ্তি,
স্নেহ-ভালোবাসার মধুর স্মৃতি।
তোমার কোলেই পেলাম শান্তি,
তুমি যে আমার জীবনের সংগীতের নিত্যবাঁশি।
ভোরের প্রথম আলো তুমি,
ঘুম ভাঙার ডাক যেন পাখির সুমি।
তোমার হাতে ভাতের গন্ধে,
ভরে উঠত হৃদয় দ্বিগুণ আনন্দে।
জীবনের পথে যতই হই ক্লান্ত,
তোমার হাসি দেয় সাহস অগণিত।
তোমার চোখে দেখি স্বপ্নের আলো,
তোমার দোয়ায় কাটে অন্ধকার কালো।
তুমি না থাকলে কী হতো বলো,
এই পৃথিবীটাই তো লাগতো শূন্য-ফাঁকা তলো।
তোমার স্নেহে গড়া আমার দুনিয়া,
তুমি আমার প্রেরণা, তুমি ভালোবাসার ছায়া।
ওগো মা, তুমিই আমার সবচেয়ে বড় আশীর্বাদ,
তোমার জন্যই প্রতিটি দিন হয় পূর্ণ চাঁদের সাদ।
তুমি হাসো—এই চাই শুধু আমি,
তোমার সন্তানে থাকুক তোমার সুখের আবিরামী।
ছামালা, এংলার বাজার, বদরপুর, শ্রীভূমি (করিমগঞ্জ) আসাম।