তরুণ বন্ধু তুফান, প্রেম-বিপ্লবের নিশান।
সাবিত রিজওয়ান
দেহখানি তরী মনটা আমার মাঝি,
সাহসই হলো বৈঠা সফলতার কাজি।
জাগ্রত পাখি স্বপ্ন দেখে কবে করব বিরাজ,
দুঃখ পেলে পাইবে তুমি সুখের উল্লাস।
ন্যায়ের পথে ভয় নাই খুঁজ কাজের সুত্র,
কার মাঝে কী আছে রে ভাই কোন নক্ষত্র।
উপরে উঠার জন্য লাগবে মই,
একটু একটু করে জমে রাখো অভিজ্ঞতার বই।
আকাশে উড়া, জলে সাঁতার কাটা দুটোই কষ্টকর,
কষ্ট করে শান্তি মিলে
হইও না অন্যের উপর নির্ভর।