• মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

কবিতা: কোরবানি ঈদ!

সাবিত রিজওয়ান / ১৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

শাকেরা বেগম (শিমু)

কিনেছি এক বিরাট গরু এবার ঈদুল আযহা তে?
করবো নিজেই ঈদের দিনে এই পূণ্যের কাজ হাতে।
থাকবে আরো এই এলাকার নামি দামি সেই খেলা,
সবার চেয়ে সেরা গরু আমার ঘরেই এই বেলা।

সবাই দেখুক চেয়ে এবার কোরবানি টা কারে কয়,
বিশাল গরু দেখে আমার বলবে সবাই জয় হে জয়।
মনের মাঝে এমন পশু লুকিয়ে রাখে অনেক লোক,
তাদের ইচ্ছে সবাই যেন তাদের দিকে রাখুক চোখ।

কোরবানিতে আল্লাহ্ দেখেন বান্দার ঈমান তাকওয়া টা,
লোকদেখানো এ কোরবানি শুধুই পশুর ধড় কাটা!
এসবে নেক কাজ হবেনা ফলবে না যে তোর-বাণী,
ঈদের দিনে দাও হে সবে মনের পশু কোরবানি।

কবি পরিচিতি
———–
আমেরিকা প্রবাসী কবি “শাকেরা বেগম শিমু”র জন্ম ১৯৯৩ সালের ১৮ এপ্রিল এ সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন কসবা গ্রামে। তার বাবা মরহুম “লিয়াকত আলী” ও মা ফাতেহা বেগম খান। ছোটবেলা থেকেই তার লেখালেখির হাতেখড়ি হয়। ও বিভিন্ন সাময়িক পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হতে থাকে। তিনি ২০০৯ সালে “এস এস সি” পরীক্ষার তিনমাস পরই আমেরিকা চলে আসেন। তার প্রথম কবিতার বই “আহত রক্তগোলাপ” প্রকাশিত হয় ২০২০ সালে। এর পাঁচবছর পর ২০২৫ সালে এবার তার দ্বিতীয় কাব্যগ্রন্থ “লাল নীল দিগন্ত” প্রকাশিত হলো। এই নিয়ে তার একক দুইটি ও যৌথ আটটি বই বের হয়েছে। তার বইয়ে ইসলামি জীবনবোধ ও চিন্তাধারা, দেশপ্রেম, প্রকৃতি, প্রেম, ও সামাজিক বিভিন্ন বিষয়ের সঙ্গতি-অসঙ্গতির প্রকাশ রয়েছে। বর্তমানে তিনি আমেরিকায় স্বপরিবারে সিটিজেন নাগরিক হিসেবে স্থায়ীভাবে বসবাস করছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd