চট্টগ্রাম শহর পেরিয়ে চলি,
পাহাড় ছুঁয়ে বয়ে যায় পথ নিরবধি।
ট্রেনের জানালায় চোখ রাখলেই,
সবুজে গাঁথা এক স্বপ্ন দেখি।
পাহাড় সারি সারি, গাছের বাহার,
নীরবতা ভাঙে পাখির ডাক আর।
জারুল ফুলে রাঙা শাখা নাচে হাওয়ায়,
কৃষ্ণচূড়ার লাল রঙে মন মাতায়।
রাস্তার ধারে ধারে মাঠের হাসি,
গ্রাম্য ঘ্রাণে মেখে গেছে বাতাস ভাসি।
ছোট্ট ছোট্ট স্টেশন, ঘরবাড়ি দেখা,
নৈঃশব্দ্য মাঝে বাজে শিশুরও লেখা।
বারৈয়ারহাট আসে ধীরে সুস্থে,
বুকভরা আলো নিয়ে মনের পৃষ্ঠে।
চোখে জমে যায় স্মৃতির ধারা,
জারুল ছায়ায় কাটে সময় সারা।
এই পথ শুধু গন্তব্য নয়,
এ পথ জীবনের এক রঙিন আয়োজন।
চট্টগ্রাম থেকে হৃদয় ছুঁয়ে যায়,
বারৈয়ার হাটে হৃদয়ের গান শোনায়।