নারী ছাড়া পুরুষগণের,
নাই সমাজে দাম।
নারীর মতো পুরুষ মানুষ,
পায় না কোনো কাম।
নারী করে রাধা বাড়া,
বাড়ির যতো কাজ।
ধোয়া মোছা পরিস্কার আর,
ঘরের কতো সাজ।
সব করে নারী একাই,
পুরুষ পারে না।
এই সমাজের নারী শ্রেষ্ঠ,
নারী জাতে মা।
নারী বানায় জ্ঞানী গুণী,
কবি সাহিত্যিক।
নারী বানায় ডাক্তার নার্স,
নারী বৈজ্ঞানিক।
নারী সেবিক নারী প্রেমিক,
নারী প্রেমের ছোঁয়া।
নারী ছাড়া জীবন বৃথা,
দেখি চোখে ধোঁয়া।
নারী ছাড়া পুরুষ মানায় না,
পুরুষ ছাড়া নারী।
নারী পুরুষ এই সমাজে,
দিচ্ছে শোভা ছাড়ি।
রাতের বেলা ঘুম আসে কি,
নারী ছাড়া খাটে।
ঘুমের চেষ্টা যতই করো,
নারী নাই পাশে।
নারীর সম্মান অধিকার আজ,
দিতে হবে সবার।
নারীর মাঝে বাঁচবে সবাই,
ধন্য নারী আবার।