বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান,
আল্লাহ, তোমার কাছে করি লক্ষ লক্ষ শুকরিয়া।
বরকতের মাস, পবিত্র মাহে রমজান,
তাই তো তোমার দরবারে করি প্রার্থনা।
চলার পথে যদি করি পদে পদে ভুল,
ক্ষমা করো, দয়াময়, করো হৃদয় সুন্দর।
শয়তান আমাদের ফেলে বিভ্রান্তির জালে,
তাই রমজান আসে পাপ মোচনের কলে।
সারা বছর করি কত অপরাধ, অন্যায়,
রমজান শেখায়—পথ যেন না হয় বিভ্রান্তিময়।
তোমার কাছে, আল্লাহ, একটিই চাওয়া,
যদি পাপ করে থাকি, করো না আমায় হতভাগা।
পবিত্র মাহে রমজান, তুমি আমাদের শিক্ষা দাও,
পাপ থেকে দূরে থেকে তোমার পথে চলতে শিখাও।
নিয়মিত দান-সদকা, ভালো কাজে থাকুক মন,
সাথে পড়ি কুরআন, আদায় করি নামাজ।
বাকি ১১ মাসও তোমার দেখানো পথে চলি,
পাপের আঁধার মুছে, নূরের আলোয় মিলি।
পবিত্র মাহে রমজান, তুমি দোয়া করো,
আমাদের হৃদয়ের সব ইচ্ছা পূরণ করো।
আল্লাহ, তোমার কাছে করি বিনম্র দোয়া,
আমাদের জীবন ভরিয়ে দাও রহমতের ছোঁয়া।