সাবিত রিজওয়ান
বড্ড ভালবাসি স্বপ্নে বাঁচি ওগো নীলাঞ্জনা,
এ হৃদয়ে তোমার নাম কেন বুঝতে পার না।
এক বুক ভালবাসা রেখেছি তোমার জন্য,
তোমায় পেলে এ জীবন মোর হবে বুজি ধন্য।
প্রেম পিপাসা কিছু আশা,
দু’মন মিলে ভালবাসা।
যদি ভালবাসো আমারে,
এক টুকরো চাঁদ এনে দিব তোমারে।
ও রূপসী মেয়ে আছি তোমার পথ চেয়ে,
স্বপ্ন বুনে রেজন তোমারে নিয়ে।
প্রেম জেগেছে এ মনে,
লুকিয়ে লুকিয়ে তোমায় দেখি থাকিয়া ঘরের কোনে।