মোঃ জাবেদুল ইসলাম
মরুর দুয়ারে জন্ম নিল,
বিশ্ব নবী মোহাম্মদ।
চাঁদের হাসি উঠলো ফুটে,
দেখলে বাড়ে মোহাব্বত।
মা আমেনার পেটে থাকতে,
পিতা মরেন আব্দুল্লাহ।
তিন জাহানের নবী মোদের,
বিশ্ব নবী খায়রুল্ল্যাহ।
মায়ের কোলে জন্ম নিয়ে,
ধাত্রীর কোলে বেড়ে উঠে।
আসমান জমিন সব খানে,
সবার মুখে হাসি ফুটে।
পায়ে চলার শক্তি এলে,
সব শিশুদের সাথে খেলে।
মা বাবা আর দাদা হারিয়ে,
দুঃখের মাঝে বেড়ে গেলে।
মরুর পথে তপ্ত বালুতে,
খালি গায়ে চলো তুমি।
তাই দেখিয়া কাঁদে সকল,
কাঁদে সাহারা মরুভূমি।
চাচার সাথে ব্যবসা করতে,
মরুর পথে পারি জমান।
ব্যবসার ফল হয় সুগম,
পুঁজি থাকে পুরো আমান।
তাই শুনিয়া বিবি খাদিজা,
ডাকলেন খাসকামারায়।
মোহমদকে দিলেন তাহার,
ব্যবসা দেখার দায়িত্ব ভার।
দিনে দিনে সুনাম খ্যাতি,
বাড়িতে থাকে চারিদিকে।
মোহাম্মদের নাম ছড়িয়ে পড়ে।
দেশ বিদেশে দিকে দিকে।