ভাসে রোজ তোমার ছবি,
চোখ খুললেই তোমার দেখি।
সেই লোকটি মা ছাড়া,
আর কেউ জগতে হয় না?
মা ছাড়া স্বর্গ দ্বার,
কখন ও খোলা যায় না?
ইদানিং দেখছি আমি,
কিছু বাস্তব কাহিনী কথা।
মাকে তাঁরা আঘাত করে,
আল্লাহ পাওয়ার করে আশা।
কবুল হবে না তোর ইবাদত?
পৌঁছবে না খোদার দ্বারে।
ভাসে রোজ তোমার ছবি,
মা যেন আপন জগত ঘরে।
কষ্ট দিস না মা বাবাকে?
আদর করতে একটু শিখ।
দেখবি তুই জান্নাতি হবে,
আল্লাহর রহমত পড়বে চারদিক।