মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট।
মায়ের কথা শুনলে পরে,
আমার মন য়ে ভরে যায়।
মা ডাকে অতি আপন করে,
তুই যাদু আমার কাছে আয়।
মায়ের আদর সোহাগ পেয়ে,
বুক ভরে যায় মোর।
মন খারাপ দেখলে জিগায় মা,
কি হয়েছে বাাপ তোর?
এই দুনিয়ায় বড়ো কঠিন,
মায়ের ভালোবাসা।
কেউ ছাড়ে না মায়ের এই
ভালোবাসার আশা।