শ্রমের ক্ষেত্রে শ্রমিক রাজা
সবার সেরা দাম,
শ্রমিক টিকে থাকলে তবেই
টিকে মালিক নাম।
ভোগ-বিলাসের সব সামগ্রীর
লাগে শ্রমের ঘাম,
শ্রম ছাড়া ওই ধন-দৌলতের
আছে কি’বা দাম?
মালিক বৃথাই সাজে রাজা
দেখায় মিথ্যা জোর,
আসছে সময় শ্রমিক শ্রেণির
ফুটবে আলোর ভোর।
শ্রমিক ছাড়া মালিক অচল
মালিক ছাড়া শ্রম,
তবে কিসের দম্ভ চলে
মনে পুষে ভ্রম?
আপন ক্ষেত্রে সবাই রাজা
প্রজা নয়তো কেউ,
দুয়ে মিলে চললেই তবে
বইবে সুখের ঢেউ।
মোঃ সেলিম হোসেন
সহকারী শিক্ষক, চরমধুয়া আদর্শ বিদ্যানিকেতন, নকলা, শেরপুর। জন্মঃ ১ মার্চ, ১৯৬৯ খ্রিঃ। পিতাঃ মৃত শামছুদ্দোহা, মাতাঃ মৃত আনোয়ারা বেগম। গ্রামঃ পান্ডাপাড়া, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। লেখালেখির হাতেখড়ি বাল্যকালে তবে নিয়মিত লেখা হয় ২০১৭ থেকে। অনেকগুলো যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে একক কাব্য গ্রন্থ ‘ভূতের বাড়ি আলোর মেলা” দুই তিন হাজার কবিতা পান্ডুলিপি আকারে রয়েছে। অনলাইন জগতে হাজার হাজার ভার্চুয়াল পুরস্কার সহ বিভিন্ন সংগঠন কর্তৃক প্রদত্ত পুরস্কার প্রাপ্ত হয়েছে যথেষ্ট।