কলমে: তানিয়া সিকদার অনন্যা
হাঁটতে গেলে হোঁচট খেয়ে বলি মা
মায়ের বাক্য এ হৃদয় থেকে কারো সরে না।
মা আমাদের শাসন করে,স্নেহ করে
মা আমাদের বাঁচতে শেখায়,
হাসতে শেখায়
মায়ের মুখে হাসি সোনার চেয়ে ও খাঁটি ।
পাহাড় যতই উচ্চ হোক গগনের নিচে
মাছ যতই বড় হোক পানির নিচে
সন্তান যতই বড় হোক তার বেহেশত তার মায়ের চরণের নিচে।
চট্টগ্রাম।