বিন্দু বিন্দু আলো’র সন্ধানে
আঁকড়ে রয়েছো কালো!
শ্বাসরুদ্ধকর টানেলে স্বেচ্ছায় কারাবরণ
O2 সংকটে বৈরাগ্য তনুমন,
CO2 গোগ্রাসী তোড় বয়ে চলছে
রক্ত-কনিকায়
বুক-পাঁজর নিঃশ্বাস’র চললো
টানাপোড়েন
নেত্র যুগল ছলছল টলোমলো।
কোথায়? আহ্
শেষমেশ কোথায় ছুটলে করে তড়িঘড়ি
শ্বেত-শুভ্র মেঘ’র পর ভেসে বেড়ায়
দেহ ঘুড়ি,
সদানন্দে চললো উড়ি উড়ি—-
বিরাণের তরে ছুটলো তরী ?
বজ্রাঘাতে নির্বাক নিনাদ’র
প্রতিধ্বনি গগন-ভুতল পলকেই
ছেয়ে গেলো ফুঁড়ি ফুঁড়ি!
আহ্ বলো না “হে প্রভূ”
কতদূর আর কতদূর পেরুলে
দোদুল্যমান নিঃশ্বাস যপিবে তোমা নাম।
অতঃপর;
কালক্ষয় অবিশ্বাস নিরাশ হতে
কোন এক
অরোরা ভোরে মিলিয়ে যাবে প্রাণ।
পাবে সব কিছু হতে পরিত্রাণ!
সমাধান!
তপস্যাকৃত জনম’র সমাধান।