লেখকঃ নাসরিন ইসলাম
কেনো? কোথায়? কি জন্য?
ছুঁটছে পথিক!
সময়ের অলিগলি পার হয়ে
জানে না, কিচ্ছুটি জানে না।
এ যেনো সময় পরিক্রমায় ভেসে চলা
কাউ কে কিচ্ছুটি না বলা
তপস্যাকৃত আঙিনায়
নির্বাক নিস্পলক দৃষ্টিতে চেয়ে থাকা।
মান-অভিমান রাগ ক্ষোভ
বিবর্জিত তনুমন
নিথর নিঃশব্দে বয়ে চলা।
কভু হাসা, কভু ভাসা
কভু ক্লেশের গহীন অতলান্তে
ডুবে যাওয়া!
আহ্ এই তো জনম, জনম তো এই!
এর চেয়ে ঢের বেশী কিচ্ছু টি নেই।