আমার বিধি আজ হয়েছে বাদী
ঐ উচ্চ আদালতে।
ওরে আমল ছাড়া কেউ সেথায়
ক্ষমা পাবেনা আখেরাতে।
তোমার কর্ম বূঝে আল্লাহ
রাখবে হেফাজতে।।ঐ
আমায় জরিমানা ধরবে যখন
নাইরে নেকি জমা।
কি করে আল্লাহ বলো
করবে আমায় ক্ষমা।
ঈমান আমল থাকে যদি
দিবে রহমত ভরে।।ঐ
সীমারেখা কায়েম করে
হতে হবে পাড়।
মুক্ত করো স্বাদের জীবন
রোজ হাশরে হবে তার।
তাওদীদের পথে থাকো যদি
আল্লাহ করবে হেদায়াত।।ঐ
আমার আল্লাহ আজ হয়েছে বাদী
ঐ উচ্চ আদালতে
ওরে আমল ছাড়া কেউ সেথায়
ক্ষমা পাবেনা আখেরাতে।।
খুলনা জেলা ফুলতলা।