• শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

চিরনিদ্রায় চলে গেলেন বাগেরহাটের জাদু শিল্পী এস বোস

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

খুলনা অফিস:

জাদুশিল্পী এস বোস গতকাল ২১শে মে ২০২৫ বুধবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে পরলোকে চলে গেলেন। তিনি ছিলেন দক্ষিণবঙ্গ জাদুসংঘ এর সহ-সভাপতি, একধারে বাংলাদেশ ম্যাজিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মাত্র ৭৩ বছর বয়সেই চিরনিদ্রায় চলে গেলেন। জাদুর অঙ্গনে তিনি অনেক সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশের জাদু শিল্পের উন্নয়নে তার অনন্য অবদান অনেক প্রশংসনীয়। তার জাদুর জীবনে অনেক গুনী ছাত্র রেখে গেছেন। বাংলাদেশের জাদু অঙ্গনে যে পদচিহ্ন রেখে গেছেন সেটা জাদু প্রেমিক মানুষরা দীর্ঘদিন মনে রাখবেন। তার সিদ্ধ হস্ত যাদুতে অনেক জাদু প্রেমিকদেরকে কাছে টেনেছেন।পারিবারিক জীবনে স্ত্রী,একটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন জাদুসংঘ এর সভাপতি জাদুশিল্পী ব্রাইট স্টার এন সায়মন, ও দেশের প্রথম সারির জাদুশিল্পীরা ছিলেন তার জাদুর বন্ধু। বরেণ্য যাদুশিল্পী জুয়েল আইস, মরহুম জাদু শিল্পী উলফাত কবির, মরহুম জাদু শিল্পী জর্জ ডি ক্রুজ, মরহুম যাদু শিল্পী মাইনুল খান, জাদু শিল্পী শিকদার আব্দুস সালাম, জাদুশিল্পী রবিন খান, জাদুশিল্পী মোয়াজ্জেম হোসেন নান্নু, জাদুশিল্পী এন সায়মন এর মতো অসংখ্য জাদুশিল্পী বন্ধু হিসেবে কাছে পেয়েছিলেন। দক্ষিণবঙ্গ জাদুসংঘের সকল সদস্যবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ম্যাজিক ফেডারেশনের সকল সদস্যবৃন্দ। সবাই শোকাহত পরিবারের সকলের সুস্থতা কামনা করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd